দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবীঃ জেনারেল সাটির্ফিকেট অফিসার
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান। |
০১। |
যাবতীয় সরকারি / আধাসরকারী/ স্বায়ত্তশাসিত সংস্থা/ প্রতিষ্ঠান সমূহের অনাদায়ী অর্থ আদায়। |
সরকরী দাবী আদায় আইন ১৯১৩ সনের বিধান মোতাবেক অর্থ আদায় করা হয়। |
আদালতের সন্তুষ্টির সাপেক্ষে যত দ্রুত সম্ভব |
মামলা দায়েরের সময় আইনগত কোন ত্রুটি পরিলক্ষিত হলে সার্টিফিকেট অফিসর দাবী সংশোধনের সুযোগ দিয়ে থাকেন। |
বর্তমানে কোন প্রকল্প চলমান নেই
০১। দেওয়ানী আদালতের মাধ্যমে সরকারি পাওনা আদায়ে দীর্ঘসূত্রতা, অর্থ অপচয় রোধ এবং সহজে ও অল্পসময়ে সরকারী পাওনা আদায়ের নিমিত্তে সর্বোপরি সরকারের উন্নয়নমূলক কমর্কান্ড অব্যাহত রাখার উদ্দেশ্য এ শাখার কাযর্ক্রম সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ (১৯১৩ সনের বেঙ্গল এ্যাক্ট নং-৩ দ্বারা পরিচালিত হয়ে থাকে)।
০২। সেবা গ্রহীতাঃ বিভিন্ন প্রত্যাশী সংস্থা।
০৩। সরকারি পাওনা বলতে নিম্নেক্ত পাওনা সমূহকে বুঝায়ঃ
৪। সাটির্ফিকেট মামলার বিপরীতে নগদ অর্থ সাটির্ফিকেট আদালত কতৃর্ক গ্রহণ করা হয় না।
৫। ঋণ খেলাপিদের বিরুদ্ধে সাটির্ফিকেট মামলা রুজুর পর তাদের নামীয় ইস্যুকৃত প্রসেসসমূহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং নেজারত শাখা জারী কারকের মাধ্যমে ন্যুনতম ৭ কার্যদিবসে জারী করা হয়ে থাকে।
৬। খাতকগণের নামীয় গ্রেফতারী পরোয়ানাসমূহ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তাগণ কতৃর্ক তামিল করা হয়ে থাকে।
৭। জরুরি যোগাযোগঃ জেনারেল সাটির্ফিকেট অফিসার।
জেলা প্রশাসকের কার্যালয়, যশোর মোবাইলঃ 01318252919
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস