ক্রীড়াংগণে যশোরের ইতিহাস গৌরবোজ্জল। বিভিন্ন সময়ে স্থানীয় খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ১৯৪৯ সালে জেলা ক্রীড়া সংস্থার জন্ম এবং সেখান থেকেই শামসুল হুদা স্টেডিয়ামটির সূত্রপাত। জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামটি তৈরী ও সংস্কারে সাবেক জেলা প্রশাসক রুহুল কুদ্দুস, শাহ একরামুল হক, গোলাম মোস্তফা, বজলুর রহমান, তবিবর রহমান, আলমগীর সিদ্দিকী, শামসুল হুদা, মশিউর রহমান সরদার, সুধীর বাবু, সতীশ দত্ত, চিত্তরঞ্জন সাহা, মন্ত্রী তরিকুল ইসলাম ও শিল্পপতি এস,এম,এ আহাদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালে স্টেডিয়ামটির আধুনিকায়ন শুরু হয়। ৯৪-৯৫ এর দশকে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ভিআইপি গ্যালারী নির্মিত হয়। তাছাড়াও বর্তমানে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম, এ আহাদ এর সহযোগিতায় তাঁর সহধর্মিনী মরহুমা আমেনা খাতুনের স্মরণে আধুনিক সুসজ্জিত ড্রেসিং রুম, প্রেস বক্স, কমেন্ট্রি বক্স, ভিআইপি কনফারেন্স রুম, অফিস রুম ও খেলোয়াড় গ্যালারীর সমন্বয়ে একটি আন্তর্জাতিকমানের ক্রিকেট গ্যালারী রয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াংগনের বিভিন্ন ভূমিকায় যশোরের যে সব বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিবৃন্দ গৌরবোজ্জল স্বাক্ষর স্থাপন করেছেন তাদের মধ্যে মরহুম শামসুল হুদা, মোহাম্মদ শফিকউজ্জামান, কামাল উদ্দীন হাফেজ, সৈয়দ আলী আনোয়ার, ওয়াজেদ গাজী, আতাউল হক মল্লিক, কাজী আনসারুল ইসলাম মিন্টু, রামকৃষ্ণ ঘোষ, শহীদুল আসলাম বাচ্চু, আব্দুল মান্নান, আলমগীর সিদ্দিকী, নয়না চৌধুরী রিক্তা, ফারমিদা রহমান রিপা অন্যতম। এছাড়াও জাতীয় দল প্রতিনিধিত্বকারী তারকা ফুটবল খেলোয়াড় হিসেবে আব্দুল হাকিম, লুৎফর রহমান, খন্দকার রাকিবুল ইসলাম, আজিজুল হক জিল্লু, মাসুক মোহাম্মদ সাথী, জামাল, টিটো ক্রিকেটার হিসেবে হাসানুজ্জামান ঝড়ু, তুষার ইমরান, সৈয়দ রাসেল জামাল উদ্দীন বাবু ছাড়াও হকিতে তাজ হোসেন, কাওছার আলী, মোঃ আশিকউজ্জামান ছাড়াও আরোও অন্যান্য ক্যাটাগরী হিসেবে ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, বাস্কেটবল, সাঁতার, ওয়াটার পেলো, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, জুডো কারাতে, বক্সিং, বডি বিল্ডিং ও দাবায় অনেকে উল্লেখযোগ্য স্বাক্ষর রেখেছেন।
যশোর শহরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের তালিকাঃ
সরকারী প্রতিষ্ঠান:
· শিল্পকলা একাডেমী
· শিশু একাডেমী
নাট্য সংগঠনঃ
· বিবর্তন
· তীর্যক
· যশোর ইন্সিটিটিউট
· শিল্পী সৃষ্টি
· শেকড়
· উদীচী
সাংস্কৃতিক সংগঠনঃ
-নজরুল পরিষদ
·নৃত্য বিতান
· উদীচী (শহীদ) -০১৭১৬-৮৩৩৫১৫
· কিংশুক (সামদানী) -০১৭৩৩-১৭৪১৪২
· সপ্তসুর (সাজু) -০১৭১৬-৮৪০১২৫
· শেকড় (রাসু ) -০১৭১৭-৫১০৫০২
· স্বরলিপি (নিবাস) -০১৭১৮-০৫৯২৬১
· নৃত্য নিকেতন (গোপাল) - ০১৭১৬-৮৪৮৬৮৪
· স্পন্দন (শফিকুল) -০১৭২৮-৩৮৭৭৪১
· ডায়মন্ড ক্লাব (চঞ্চল) -০১৮১৮-৫৫৫০১০
· সুরবিতান (তোতা ভাই) -০১৭১১-৩৩৯৭৩০
· সাহিত্য পরিষদ (মাজেদ) -০১৭১১-০০২৩২৪
· সুরধনী (বুলু) -০১৭১৬-৩৭৬৯৭৭
· পুনশ্চ (পান্না) - ০১৭১১-৩৭৭৯৮১
· বিবর্তন (দুলু) - ০১৭১১-৪৭৯৬৮৬
· চাঁদের হাট (উজ্জ্বল) -০১৯১১-০৬০২৬৪
· আশাধরী (শামীম) - ০১৯১৭-৬০৮৫৬২
-মাইকেল (অখিল) - ০১৭১৭-৪৮৯৮৩৯
-তির্যক (তীপঙ্কর) -০১৭১১-৩২৫০৮০
-নৃত্য ঝংকর (সেলিম) -০১৭১২-০৪১৭৩৪
-যশোর ইন্সটিটিউট -০১৯১২-৬৪১৯১০
-শ্রুতি সংগীত একাডেমী (লিয়াকত) -০১৯১১-১৪১৪৮৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস