ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নাগরিক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিতকরনে ২০১৫ সালে জেলা প্রশাসন, যশোর কর্তৃক গৃহীত ‘সকলের জন্য ইনোভেশন, সকলকে নিয়ে ইনোভেশন’ কার্যক্রমের ধারাবাহিকতায় ২০১৬ সালে ‘One Office One Idea’ শীর্ষক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে । One Office One Idea’ কার্যক্রমে জেলা পর্যায় (৩০টি) ও উপজেলা পর্যায় সকল দপ্তর থেকে (১০৩টি) আইডিয়া পাওয়া গেছে। এছাড়াও গত ২৮-২৯ ফেব্রুয়ারি ২০১৬ জেলা প্রশাসকের কার্যালয়, যশোর এর সম্মেলন কক্ষ-১ এ ‘নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছিল। কর্মশালায় প্রাপ্ত ১০ টি ইনোভেশন আইডিয়াকে প্রকল্পে রূপান্তরের কার্যক্রম চলমান আছে। জেলা ইনোভেশন টিম এটি মনিটরিং করছে। বিস্তারিত জানতে সংযুক্ত ফাইলটি খুলুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS