“বঙ্গবন্ধু কে জানা মানেই বাংলাদেশ কে জানা কারণ- বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এই ধারণাকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী” এর উপর জেলা প্রশাসনের নির্দেশনায় একটি উপস্থাপনার আয়োজন করে যশোর কালেক্টরেট স্কুল। কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, তার বর্নাঢ্য রাজনৈতিক জীবন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে বঙ্গবন্ধুর আবস্মরণীয় অবদান ও ১৯৭৫ এর ১৫ আগস্টের কালোরাত কে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরে। আমরা বিশ্বাস করি বর্তমান প্রজন্ম হয়ে উঠবে বঙ্গবন্ধুর প্রজন্ম যেখানে তারা তার আদর্শকে হৃদয়ে ধারণ করবে এবং গড়ে তুলবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, যশোর। বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব রুনা লায়লা, সভাপতি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মোঃ পারভেজ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), যশোর। ছবি সংযুক্ত আকারে দেওয়া হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS