তৌফিকের পড়াশুনার ভার নিয়েছেন যশোর জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়। তৌফিকের পড়ালেখার ভার জেলা প্রশাসক মহোদয় নেওয়ার পর এস.এম.আরিফুজ্জামান নামে একজন ফেসবুক ইউজার তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে নিম্নলিখিতভাবে মনের কথা ব্যক্ত করেন।তৌফিকের পড়াশুনার ভার নিয়েছে জেলা প্রশাসন যশোর। যশোর জেলা প্রশাসক স্যারের এই সদয় ঘোষনায় আমি অভিভূত।তৌফিক জানতো না কিভাবে সে জেলা প্রশাসক মহোদয়ের অফিসে যাবে। তার সাথে দেখা হলে তাকে বলেছিলাম কষ্ট করে এতদূর যাবার দরকার নেই। স্যারের অফিস তো অনলাইনে। অবিশ্বাসের চোখে তাকিয়ে ছিল আমার দিকে। ডিজিটাল যশোর জেলা প্রশাসন এভাবেই জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করছে। স্যারকে বিনম্র অনুরোধ করছি তৌফিককে নিয়ে আমি আসতে চায় আপনার কাছে। সেই স্মরনীয় মুহূর্তটি ফ্রেমে বন্দী করার জন্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS